****
শোভা- বুঝলি সোমা, আমি সিদ্ধান্ত নিয়েছি অয়ন কে বিয়ে করব না।
সোমা- সেকি রে , পাচ বছর ধরে প্রেম করলি , আর এখন বিয়ে করবি না কেন?
শোভা - জানিস অয়ন একেবারে নাস্তিক।
সোমা- ও নাস্তিক তাতে তোর কি, তুই তো আর নাস্তিক না
শোভা- ও নরক আছে বলে বিশ্বাস করে না। ভয়ানক বেপার নয়?
সোমা: ঘাবড়াচ্ছস কেন, বিয়েটা হতে দে। কয়েকদিনের মধ্যেই বাছাধন বুঝে যাবে নরক সত্যিইআছে।
****
প্রেমিকা: তুমি কি আমায় ভালবাস?
প্রেমিক: বিশাস না হলে পরীক্ষা কর?
প্রেমিকা: ধর তোমার শার্টের পকেটে মাত্র ২০ টাকা আছে, তা থেকে আমি পনের টাকা চাইলাম, তুমি দিতে পারবে?
জরুরী টাকাটাই প্রেমিকা চোখ পড়েছে দেখে , বিব্রত প্রেমিক নিজেকে সামলে নিয়ে বলল, কেন পারব না? একশবার পারব। তবে পরীক্ষার তারিখ টা একটু পিছান যায় না?
****
আজীবন বাম রাজনীতি করেছেন খ্যাতনামা এক রাজনীতিবিদ। এখন মৃত্যুশয্যায়। শুভাধ্যীরে ঘিরে আছে শেষ সময়ের বানী শোনার জন্য। রাজনীতিবিদ বললেন একটা ডান দলে যোগ দিতে চাই। কেন? এই শেষ বেলাই কেন কপালে কলংক লাগাতে চান?
মরার আগে আন্তত একজন ডান রাজনীতিবিদ মেরে যেতে চাই।
Goyang Casino - Agen Judi Bola Online Terpercaya
ReplyDelete› indonesia › g-oy 네온 벳 딥슬롯 › indonesia › 승인전화없는토토사이트 g-oy Goyang Casino - 모모벳 Agen Judi Bola Online Terpercaya - Memberikan 가입머니 지급 사이트 888.com.