Wednesday, 14 September 2011

Jokes-Hell-নরক-Love Exam-ভালবাস?-politician-রাজনীতিবিদ

****


শোভা- বুঝলি সোমা, আমি সিদ্ধান্ত নিয়েছি অয়ন কে বিয়ে করব না।
সোমা- সেকি রে , পাচ বছর ধরে প্রেম করলি , আর এখন  বিয়ে করবি না কেন?
শোভা - জানিস অয়ন একেবারে নাস্তিক।
সোমা- ও নাস্তিক তাতে তোর কি, তুই তো আর নাস্তিক না
শোভা- ও নরক আছে বলে বিশ্বাস করে না। ভয়ানক বেপার নয়?
সোমা: ঘাবড়াচ্ছস কেন, বিয়েটা হতে দে। কয়েকদিনের মধ্যেই বাছাধন বুঝে যাবে নরক সত্যিইআছে।

****

প্রেমিকা: তুমি কি আমায় ভালবাস?
প্রেমিক: বিশাস না হলে পরীক্ষা কর?
প্রেমিকা: ধর তোমার শার্টের পকেটে মাত্র ২০ টাকা আছে, তা থেকে আমি পনের টাকা চাইলাম, তুমি দিতে পারবে?

জরুরী টাকাটাই প্রেমিকা চোখ পড়েছে দেখে , বিব্রত প্রেমিক নিজেকে সামলে নিয়ে বলল, কেন পারব না? একশবার পারব। তবে পরীক্ষার তারিখ টা একটু পিছান যায় না?




****

আজীবন বাম রাজনীতি করেছেন খ্যাতনামা এক রাজনীতিবিদ। এখন মৃত্যুশয্যায়। শুভাধ্যীরে ঘিরে আছে শেষ সময়ের বানী শোনার জন্য। রাজনীতিবিদ বললেন একটা ডান দলে যোগ দিতে চাই। কেন? এই শেষ বেলাই কেন কপালে কলংক লাগাতে চান?
মরার আগে আন্তত একজন ডান রাজনীতিবিদ মেরে যেতে চাই।



Jokes-Beggar-ভিক্ষুক-Lover-এক তরুনী-Cow-গরু


***

ভিক্ষুক: স্যার ২০ টা টাকা দেন কফি খাব
লোক: কেন?? কফি তো ১০ টাকা কাপ
ভিক্ষুক: স্যার সাথে গার্ল ফ্রেন্ড আছে তো তাই।
লোক: ভিক্ষুক হয়েও গার্ল ফ্রেন্ড বানিয়েছ।
ভিক্ষুক: জি না স্যার, গার্ল ফ্রেন্ড বরং আমাকে ভিক্ষুক বানিএছে

****
বাড়ি থেকে পালাচ্ছে এক তরুনী। গেটের কাছে অপেক্ষা করছে তার প্রেমিক। উভয়ের মধ্যে কথা হচ্ছে-
প্রেমিক: তোমার বাবা টের পাননি তো?
প্রেমিকা: উনি বাসাই নেই।
প্রমিক: বল কি? এত রাতে বাসার বাইরে?
প্রেমিকা: আমাদের জন্য টেকসি ডাকতে গেছেন।


***
এক লোকের গরু হারিয়ে গেছে। কোথাও সে খুজে পাচছে না,
খুজতে খুজতে ক্লান্ত হয়ে পার্কের এক কোনাই বিশ্রাম করেছে।
পার্কের অপর কোনাই বসে কপত কপতি আলাপ আলোচনায় বিভোর,
কপত কপতি বলছে- আমি তোমার চোখে চোখ রাখলে পুরা পৃথিবীটাকে দেখি।
এমন সময় পাশে বসে থাকা গরু হারান লোকটা উঠে এসে বলে - আমি আমার গরুটা খুজে পাচছিনা, ভাই দয়া করে ওনার চোখে চোখ রেখে খুজে দেখে বলুন তো আমার গরু টা কোথায় আছে?





Sunday, 11 September 2011

কাস্টোমার কমপ্লেইন


001

ট্রেনে বিরস বদনে যাচ্ছেন এক ভদ্রলোকসাথে ৩টা ছোটো ছোটো বাচ্চাপাশের যাত্রী আগ্রহী হয়ে বললেনআপনি কি করেন?
আমি কন্ডোমের সেলসম্যান
ও আচ্ছা আচ্ছা খুব ভালোখুব ভালো
তো ছেলে মেয়েগুলোতে আপনার না কি?
নাহ আমার না,
তাহলেবিস্মিত ভদ্রলোক প্রশ্ন করলেন
ওগুলো কা 
কাস্টোমার কমপ্লেইন

002
এক চার্চে পাদ্রি নির্বাচন করা হচ্ছে। মিস্টার জন নির্বাচকতিনি ঠিক করলেনযে সবচেয়ে পার্থিব ভোগের উর্ধে তাকেই নেয়া হবে। ৩ জন প্রার্থী আবেদন করল এখন ৩ জনেরই বিশেষ অঙ্গে ঘন্টা লাগানো হল যাতে ওই জিনিস দাঁড়ালে ঘন্টা বেজে উঠে। এইবার তিনজনের সামনে এক সুন্দরীকে এনে প্রথমে বুকের কাপড় খুলেফেলা হল
বাকিটা ১ম কমেন্টে দেখুন............ একজনের ঘন্টা বেজে উঠল এবং সে বাদ পড়ল। এইবার সুন্দরীর নিচের কাপড় খুলে ফেলা হল। আরেকজনের ঘন্টা বেজে উঠল এবং বাদ পড়লরইল বাকী এক
নির্বাচক মিস্টার জন বললেন তার মানে আমরা আমাদের পাদ্রি পেয়ে গেছিতুমি সমস্ত ভোগ-কাম-লালসার উর্ধে... এইসব বলতে বলতে তাকে জড়িয়ে ধরলেনসাথে সাথে ঘন্টা বেজে উঠল

Jokes In Love Marriage আরেঞ্জ ম্যারিজঃ

আরেঞ্জ ম্যারিজঃ
৬০০০০০ টাকা বিয়ের খরচ( বিয়ের পোশাক, খাওয়াদাওয়া হেন তেন)
৪০০০০০ টাকা গহনা
৫০০০০ গায়ে হলুদ
মোট- ১০,৫০০০০
লাভ ম্যারিজঃ
২০০ টাকার স্ট্যাম্প
৫০ টাকার নোটারি
১০০ টাকার মালা
৫০ টাকা ছবি
৫০০ টাকা কাজি
মোট
৯০০ টাকা
টাকা আপনার পছন্দ আপনার
জাগো গ্রাহক জাগো লাভার এর সাথে ভাগো :P

Saturday, 10 September 2011

Bangla jokes about Love-প্রেমিক প্রমিকা



007 
প্রেমিকা: তুমি আমার জন্যতাজা ফুল না নে এনে প্লাসটিকের ফুল কেন এনেছ?
পেমিক: তাজা ফুল বেশি সময় তাজা থাকেনা। তোমার জন্য নিচে অপেক্ষা করতে করতেই ওই ফুল শুকিয়ে যায়।

008)
লন্ডনের হাউজ পার্কে বসে এক তরুন তরুনি ভবিষ্যতের সুখ রচনাই বিভোর। প্রিয়সির হাতে জোরে চাপ দিয়ে বলল: আমি সব কিছু ভেবে রেখেছি। এমনকি আমি তোমার জন্য একটা জীবন বীমা করে রেখেছি। যাতে আমার কোন দুর্ঘটনা ঘটলে তোমার কোন অসুবিধা না হয়। পল, সতিই তুমি কত সুন্দর ... কিনতু যদি কিছু না ঘটে তবে আমার কি উপায় হবে? 



০০৯) ১ টি ছেলe ও ১ টি মেয়ের মধ্যে গভীর প্রেম ছিল। ছেলেটি একবার হাত কেটে রক্ত দিয়ে মেয়েটিকে চিঠি লিখেছিল। কিছুদিন পর তাদের ভালবাসা নষ্ট হল। তো যার কাছে যা দেনা পাওনা ছিল মিটিয়ে নিচ্ছিল।

সব শেষে ছেলেটি বলল আমার রক্ত ফেরত দে। মেয়েটি সাথে সাথে তার সালোয়ারের নিচ থেকে ১টা নেপকিন বের করে ছেলেটির হাতে দিয়ে বলল, নে শালা তোর রক্ত কিস্তিতে শোধ দিব।





Bangla jokes about Drunk-মাতাল


০৪) এক হোটেলের রিসেপশনিস্ট রাত ১২ টার সময় একটা ফোন পেল। ফোন তুলতেই এক মাতালের কন্ঠস্বর" আচছা বার টা কখন খোলে বলুন দেখি।
বিনীতভাবে রিসিপশনিস্ট বলল : আগামিকাল দুপুর দুটার সময়। ফোন টা কেটে গেল।
ঘনটা খানেক বাদে আবার ফোন। এবারো একি লোকের কন্ঠস্বর। আরো মাতলামিতে ভরা, এই বেটা বারটা কখন খোলে বলতো।
রিসিপশনিসট আবার জানাল: আগামিকাল দুপুর দুটার সময়।

ঘনটা খানেক বাদে আবার ফোন।তুই বলবি কি বলবি না বারটা কখন খোলে?

ধৈরয হারিয়ে রিসিপশনিসট বলল : সার, আগামিকাল দুপুর দুটার সময়। কিনতু আপনি যদি ততক্ষন অপেক্ষা করতে না পারেন তাহলে অরডার দিন রুম সারভিস পাঠিয়ে দিব।

ঊত্তর এল: ধুর বেটা, বারে কে জেতে চাইছে, আমি তো বার হতে বের হতে চাইছি।
যতসব!!

005) একজন ভদ্রলোক নবাগত অপর জনকে হুইসকি খেতে অনুরোধ করল। জবাবে লোকটি বলল
দুটি কারনে আমি হুইসকি খাব না। কারন দুটি জানতে পারি কি? ভদ্রলোক প্রশ্ন করলেন। ১ম কারন হল আমি মৃত্যু শয্যায় বাবাকে ছুয়ে শপথ করেছি যে কখন হুইসকি খাব না। আর ২য় কারন হল আমি এই মাত্র ৫ পেগ হুইসকি খেয়ে এসেছি এখন আর খাবার ইচছা নেই।
006) এক মাতাল দুতলা থেকে জানালা দিয়ে পেশাব করছে। তখন আরেক মাতাল বলছে, আরে তোর পেশাব বেয়ে তো চোর উঠে যাবে।
এ কথা শুনে প্রথম মাতাল বলল, আমি কি তোর মতো বলদ নাকি, আমি ছেড়ে ছেড়ে করছি যাতে চোর উঠে  আর পড়ে যায়।




Bangla jokes about Animal



০১) দুটি গরু মাঠে একসাথে দাড়িয়ে রয়েছে। একজন আর একজনকে প্রশ্ন করলো : তুমি কি "ম্যাড কাউ ডিজিজ" এর ব্যপারে শুনেছ? কি ভয়ংকর রোগ!!
অন্যজন বলল: " আরে ওসব জেনে কি হবে, আমি তো একটা ঘোড়া।

০২)আমেরিকায় এক গবেষনাই দেখা গেছে-
বেকারদের খেলা: বাসকেট বল
শ্রমিকদের খেলা: ফুটবল
ফোরম্যানদের খেলা: বেসবল
ম্যানেজারদের খেলা: টেনিস
সিইও দের খেলা: গলফ
সিদ্ধান্ত: করপোরেট কাঠামতে জে যতো উপরে তার বল তত ছোট।

০৩) জনৈক ব্যাক্তি:কমিশনার সাহেব বাসাই আছেন?
কেন?
আমার একটা চারিত্রিক সারটিফিকেট দরকার
দারোয়ান বলল: তিন মাস পরে আসেন, উনি নারি কেলঙকারি কেসে ৬ মাসের জেল খাটছেন।